হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

৫ দফা দাবি আদায়ে চাঁপাইনবাবগঞ্জে কৃষক সমিতির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

পাঁচ দফা দাবি আদায়ে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক সমিতি জেলা শাখা। আজ সোমবার সকালে বিশ্বরোড মোড় থেকে একটি মিছিল বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি হুমায়ন কবির, সাধারণ সম্পাদক মিলন কুমার পাল, অ্যাডভোকেট সাইদুর রহমান, ইসরাইল হোসেন সেন্টুসহ অন্যরা। এতে রাজশাহী ও রংপুর বিভাগের বরেন্দ্র অঞ্চলের কৃষি সেচের পানি বিতরণে অনিয়ম-হয়রানি ও দুর্নীতি বন্ধ, বরেন্দ্র অঞ্চলের নদীসহ সারা দেশের নদী–খাল জলাশয় অবৈধ দখলমুক্ত করে পরিকল্পিত নদী খনন করে সেচ ব্যবস্থা চালু করা, উত্তর-রাজশাহী সেচপ্রকল্প চালু করা, ভূ-উপরিস্থ পানির ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করা, বরেন্দ্র অঞ্চলের কৃষি-কৃষকসহ সাধারণের জীবন-জীবিকা নিশ্চিত করা এবং চাহিদামতো নির্ধারিত দামে পর্যাপ্ত সার ও অন্যান্য কৃষি উপকরণ নিশ্চিত করার দাবি জানানো হয়। পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, সেচের পানি না পেয়ে ২০২২ সালের ২১ মার্চ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিঘটু গ্রামের দুই সাঁওতাল আদিবাসী ভাই রবি মার্ডি ও অভিনাথ মার্ডি ক্ষোভে দুঃখে নিজ জমিতেই বিষপান করে আত্মহত্যা করেন। এ ছাড়া বোরো মৌসুমে সারের কৃত্রিম সংকট দেখিয়ে কৃষকের কাছ থেকে অসাধু ডিলাররা অনেক বেশি দামে সার বিক্রি করছেন। ফলে কৃষকের ফসল উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে। কৃষি বাজার ব্যবস্থা সিন্ডিকেটের দখলে চলে যাচ্ছে। এ ছাড়া ধানের লাভজনক দাম না পেয়ে কৃষক দিশেহারা হয়ে পড়ছেন।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার