হোম > সারা দেশ > রাজশাহী

চারঘাটে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাটের পশ্চিম ঝিকরা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে অনুপস্থিত থাকার অপরাধে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল সোমবার সকালে ক্লাস শিক্ষক মোজাম্মেল হক অনুপস্থিত থাকার কারণে লাঠি দিয়ে মারপিট করে ওই শিক্ষার্থীকে। আজ মঙ্গলবার আহত ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ছাত্রীর মা আদরী বেগম জানান, তিনি নিজে শারীরিকভাবে অসুস্থ। এ জন্য বাড়ির কাজে সহযোগিতা করতে তাঁর মেয়ে শান্তা খাতুন কয়েক দিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। প্রধান শিক্ষককে জানিয়ে ছুটিও নিয়েছিল। সোমবার সকালে বিদ্যালয়ে গেলে ক্লাস শিক্ষক মোজাম্মেল হক অনুপস্থিত থাকার কারণে লাঠি দিয়ে মারপিট করে। কিন্তু তাঁর মেয়ে মার খেয়ে অসুস্থ বোধ করলেও বাড়িতে আসতে দেয়নি ওই শিক্ষক। মাঝে মধ্যেই এভাবে মারধর করে।

আদরী বেগম আরও জানান, বিদ্যালয় ছুটির পর বাড়িতে এসে তাঁর মেয়ে কান্নায় ভেঙে পড়ে। পরে তিনি স্থানীয় একজন পল্লি চিকিৎসকের কাছে থেকে মেয়ের জন্য ওষুধ নেন। ওষুধ খাওয়ানোর পরেও অসুস্থ বোধ করলে মঙ্গলবার সকালে মেয়েকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান।

অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হক বেত দিয়ে হাতে মারার বিষয়টি স্বীকার করে বলেন, ‘শান্তা শিক্ষার্থী হিসেবে বেশ ভালো। সোমবার ক্লাসে ঠিকমতো পড়া না পড়ে আসায় সামান্য শাসন করেছি। হাতে বেত দিয়ে একটা মারা হয়েছে। এর বেশি কিছুনা।’

এ বিষয়ে জানতে পশ্চিম ঝিকরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানার কাছে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন বলেন, আমাদের কাছে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা