হোম > সারা দেশ > রাজশাহী

সাত দিনেও খোঁজ মেলেনি শিশু ঈশার, দিশেহারা পরিবার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘায় নিখোঁজের সাত দিনেও সন্ধান মেলেনি পাঁচ বছরের শিশু ঈশার। স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খুঁজেও তার কোনো সন্ধান না পাওয়ায় গত শুক্রবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে শিশুটির বাবা। পরে অপহরণ মামলা করা হয়। 

ঈশা খাতুন উপজেলার আড়ানী পৌরসভার রেলস্টেশন সংলগ্ন এলাকা নুরনগর গ্রামের ইউসুফ আলীর মেয়ে। বৃহস্পতিবার রাত ৮টায় নিখোঁজ হয় সে। এমন অবস্থায় শোকে দিশেহারা শিশুটির পরিবার। 

শিশুটির পরিবার জানায়, আড়ানী রেলস্টেশন সংলগ্ন রাস্তার শিশুটির মা চম্পা বেগম পিঠা বিক্রি করেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মায়ের কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় ঈশা। পরে আর বাড়িতে ফিরে আসেনি সে। বিভিন্ন স্থানে খুঁজে তাকে না পেয়ে বাবা ইউসুফ আলী বাদী হয়ে শুক্রবার থানায় জিডি করেন। পরে শনিবার বাঘা থানায় অজ্ঞাত আসামি করে অপহরণ মামলা দায়ের করেন তিনি। 

ইউসুফ আলী বলেন, ‘আমার মেয়ে নিখোঁজ না অপহরণ কিছুই বুঝতে পারছি না। এক সপ্তাহ থেকে খুঁজে পাচ্ছি না তাকে। মেয়ে ঈশার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, নিখোঁজের সময় গায়ে ছিল জিনস রঙের জ্যাকেট ও জিনসের ফুল প্যান্ট। কপালের বাম পাশে দাগ রয়েছে। কেউ সন্ধান পেলে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানাই।’ 

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে প্রথমে একটি জিডি পরে অপহরণ মামলা করা হয়েছে। শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে। তার ছবিসহ বিভিন্ন থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে। 

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা