হোম > সারা দেশ > নওগাঁ

নিয়ামতপুরে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি, নারীসহ গ্রেপ্তার ১৬

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রতীকী ছবি

নওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষিসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।

গত বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যার আগে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের বড়াইল মোড়ে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার নিয়ামতপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী মাছচাষি আনোয়ার হোসেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পাঁড়ইল ইউনিয়নের দীঘিপাড়া গ্রামে ৪৪ দশমিক ৭৭ একর জলাশয়ে সরকারি নিয়ম অনুযায়ী দিঘিটি লিজ নেন ভাতকুণ্ডু সমবায় সমিতির সভাপতি জমশেদ আলী। লিজ নেওয়ার পর সেটির দেখভাল ও মাছ ছাড়ার জন্য উপজেলার সদর ইউনিয়নের তিলিহারী গ্রামের আনোয়ার হোসেনকে হস্তান্তর করেন। আনোয়ার হোসেন সেই দিঘিতে নানান প্রজাতির মাছ চাষ করেন।

গত বুধবার (২০ নভেম্বর) বিকেলে নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের দীঘিপাড়া গ্রামের দিঘি থেকে মাছ ধরতে গেলে বাধার সম্মুখীন হন মাছচাষি আনোয়ার হোসেনের লোকজন। বড়াইল মোড়ে পৌঁছানোর পর আসামিরা তাঁদের ওপর হামলা চালিয়ে মাছ ধরার পিকআপ ভ্যান ভাঙচুর করেন এবং চারজনকে গুরুতর আহত করে। এ ছাড়া দিঘি থেকে প্রায় ৩০ মণ মাছ তুলে নেওয়া হয়, যার বাজারমূল্য আনুমানিক চার লাখ টাকা।

আনোয়ার হোসেন বলেন, ‘দিঘিটি ভাতকুণ্ডু সমবায় সমিতির সভাপতি জমশেদ আলীর মাধ্যমে লিজ নেওয়ার পর মাছ চাষ শুরু করি। কিন্তু কিছু লোক আমার মাছ ধরার কাজে বারবার বাধা দিচ্ছিল। মাছ চুরি এবং হামলায় আমার চার লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি সুষ্ঠু বিচারের দাবি জানাই।’

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে এনসিপি নেতা বললেন নির্বাচন হতে দেওয়া হবে না

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা