সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল এবং কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে কলেজ গেটের সামনে অবস্থান নেন তাঁরা। এ সময় তাঁরা কলেজের সামনের সড়ক অবরোধ করে রাখেন।
প্রায় আধা ঘণ্টা সড়কটি অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা এ সময় কোটাপদ্ধতি বাতিলের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী সামিউল ইসলাম বলেন, ‘একজন মেধাবী শিক্ষার্থী সারা বছর পড়াশোনা করে চাকরির বাজারে কোটার কাছে হেরে যাচ্ছেন। ভালো চাকরি পাচ্ছেন না। অথচ একজন অযোগ্য লোক কোটা থাকায় চাকরি পেয়ে যাচ্ছেন।’