জয়পুরহাটের বাস টার্মিনাল এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মান্নান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল মান্নান জয়পুরহাট সদর উপজেলার মুসলিম নগর এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর জাহান।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আব্দুল মান্নান জয়পুরহাট বাস টার্মিনাল এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলেন। সে সময় এক ব্যক্তির মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহত আব্দুল মান্নানকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়। নিহতের পরিবার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর জাহান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। তবে মোটরসাইকেলের কোনো পরিচয় পাওয়া যায়নি। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।’