হোম > সারা দেশ > রাজশাহী

শেখ হাসিনা যত দিন বেঁচে থাকবেন, তত দিন ক্ষমতায় থাকবেন: প্রতিমন্ত্রী ওয়াদুদ 

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ বলেছেন, ‘বিএনপি-জামায়াত দেশে যতই জ্বালাও পোড়া করুক না কেন, তাতে কোনো লাভ হবে না। গত ১৫ বছরে দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত উন্নয়ন করেছে, তা দেশের মানুষ কখনো ভুলবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যত দিন বেঁচে থাকবেন তিনিই এ দেশের প্রধানমন্ত্রী থাকবেন। কোনো অপশক্তিই তাঁকে সরাতে পারবে না।’ 

আজ রোববার বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে তথাকথিত কোটা আন্দোলনের নামে সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি–জামায়াত–শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, প্রত্যক্ষ জনগণের ভোটে এ সরকার নির্বাচিত হয়েছে। বিএনপির তারেক, গ্রামীণ ব্যাংকের প্রফেসর ইউনূস ও জামায়াত–শিবিরের ক্যাডাররা দেশে ও বিদেশে বসে যতই ষড়যন্ত্র করুক না কেন, তাতে কোনো লাভ নেই। শেখ হাসিনাকে সরানো সম্ভব নয়। 

প্রতিমন্ত্রী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ বলেন, ‘প্রফেসর ইউনূস ছাত্র সমাজকে অর্থ ও বিলাসী জীবনযাপনের প্রলোভন দিয়ে আন্দোলনে নামিয়েছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে বিএনপি, জামায়াত-শিবিরের ক্যাডার বাহিনী। আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের লোকজন ছাত্রদের পেছন থেকে গুলি মারছে। আবার তারাই এই দোষ আওয়ামী লীগ ও পুলিশ বাহিনীর ওপর চাপানোর চেষ্টা করছেন।’ 

প্রতিমন্ত্রী সবার উদ্দেশ্য বলেন, ‘জামায়াত-শিবির এখন নিষিদ্ধ। তাঁরা কোনো কার্যক্রম চালালে সঙ্গে সঙ্গে পুলিশে সোপর্দ করবেন। আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। প্রধানমন্ত্রী দেশে চলমান নৈরাজ্য ধৈর্য সহকারে মোকাবিলা করছেন। হঠাৎ আকাশের কালো মেঘ অল্প সময়ে দূর হয়ে যাবে।’

মতবিনিময় সভায় দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সোহানের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী, দুর্গাপুর পৌর সভার মেয়র সাজেদুর রহমান মিঠু, কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার আলী, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ এবং বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। 

এর আগে, প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদের নেতৃত্ব একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন পাকা সড়ক প্রদক্ষিণ করেন।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার