হোম > সারা দেশ > নওগাঁ

ধামইরহাট সীমান্তে এক নারীকে পুশ ইন করেছে বিএসএফ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 

আছিয়া খাতুন। ছবি: আজকের পত্রিকা।

নওগাঁর ধামইরহাটে আছিয়া খাতুন (৪৮) নামের এক নারীকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলার কালুপাড়া বিওপির কোম্পানি কমান্ডার আইয়ুব আলী।

আছিয়া খাতুন যশোর জেলার ইসুবপুর গ্রামের মৃত রুহুল আমিনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাইয়ে একটি স্কুলে আয়ার কাজ করতেন। কোম্পানি কমান্ডার আইয়ুব আলী বলেন, উপজেলার সীমান্ত পিলার ২৭১/৭ এসের সীমান্ত দিয়ে মধ্যরাতে বিএসএফ আছিয়া খাতুনকে বাংলাদেশে পুশ ইন করে। দুপুরে স্থানীয়রা ওই এলাকায় মাঠের মধ্যে গরু বাঁধতে গেলে ওই নারীকে দেখতে পেয়ে বিজিবিকে জানায়। পরে তাঁকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

ভুক্তভোগী আছিয়া খাতুন আজকের পত্রিকাকে বলেন, তিনি দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে একটি স্কুলে আয়ার কাজ করতেন। বিএসএফের সদস্যরা রাতের অন্ধকারে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়।

এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, আছিয়া খাতুনকে বিজিবি আটক করে থানায় হস্তান্তর করেছে। আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে ওই গৃহবধূকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল