হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

নিয়ন্ত্রণ হারিয়ে বালুর ট্রাক ঢুকে পড়ল লাইব্রেরিতে

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লাইব্রেরিতে ধাক্কা দেয় ট্রাক। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লাইব্রেরিতে ঢুকে পড়েছে। আজ সোমবার (১২ মে) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কে কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক রয়েছেন।

ক্ষতিগ্রস্ত শুভ লাইব্রেরি অ্যান্ড ফটোস্ট্যাটের স্বত্বাধিকারী শুভ বলেন, ‘দুপুরে দোকান বন্ধ করে আমি বাড়িতে যাই। খবর পেয়ে এসে দেখি, দোকানে বালুভর্তি ট্রাক ঢুকে সবকিছু ভেঙে ফেলেছে। এতে দোকানে থাকা আলমারি, শোকেস, টেবিল ভেঙে গেছে।’

দোকানে সিমেন্টের খুঁটি ও শাটার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির মালিকের সঙ্গে কথা হয়েছে তিনি নাটোর থেকে এখানে আসতেছেন বলেও জানান দোকানমালিক।

প্রত্যক্ষদর্শী রব্বানি নামের এক ভ্যানচালক বলেন, ‘ট্রাকটি কাতা পাড়তে পাড়তে যাচ্ছিল। পরে ওই দোকানের মধ্যে ঢুকে পড়ে।’

পাশের এক দোকানি বলেন, ‘আমি দূর থেকে খেয়াল করছি, বালুভর্তি ওই ট্রাকটি এলোমেলোভাবে সামনের দিকে আসছিল। একপর্যায়ে এসে লাইব্রেরির ভেতরে ঢুকে পড়ে। এ সময় জোরে শব্দ হয়।’

কাজীপুর থানার উপপরিদর্শক মেহেদী হাসান বলেন, ‘খোঁজ নিয়েছি, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দোকানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর