হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

নিয়ন্ত্রণ হারিয়ে বালুর ট্রাক ঢুকে পড়ল লাইব্রেরিতে

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লাইব্রেরিতে ধাক্কা দেয় ট্রাক। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লাইব্রেরিতে ঢুকে পড়েছে। আজ সোমবার (১২ মে) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কে কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক রয়েছেন।

ক্ষতিগ্রস্ত শুভ লাইব্রেরি অ্যান্ড ফটোস্ট্যাটের স্বত্বাধিকারী শুভ বলেন, ‘দুপুরে দোকান বন্ধ করে আমি বাড়িতে যাই। খবর পেয়ে এসে দেখি, দোকানে বালুভর্তি ট্রাক ঢুকে সবকিছু ভেঙে ফেলেছে। এতে দোকানে থাকা আলমারি, শোকেস, টেবিল ভেঙে গেছে।’

দোকানে সিমেন্টের খুঁটি ও শাটার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির মালিকের সঙ্গে কথা হয়েছে তিনি নাটোর থেকে এখানে আসতেছেন বলেও জানান দোকানমালিক।

প্রত্যক্ষদর্শী রব্বানি নামের এক ভ্যানচালক বলেন, ‘ট্রাকটি কাতা পাড়তে পাড়তে যাচ্ছিল। পরে ওই দোকানের মধ্যে ঢুকে পড়ে।’

পাশের এক দোকানি বলেন, ‘আমি দূর থেকে খেয়াল করছি, বালুভর্তি ওই ট্রাকটি এলোমেলোভাবে সামনের দিকে আসছিল। একপর্যায়ে এসে লাইব্রেরির ভেতরে ঢুকে পড়ে। এ সময় জোরে শব্দ হয়।’

কাজীপুর থানার উপপরিদর্শক মেহেদী হাসান বলেন, ‘খোঁজ নিয়েছি, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দোকানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন