হোম > সারা দেশ > রাজশাহী

প্রেমিকসহ আটক কিশোরীর থানায় বিষপান

তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোর থানায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বিষপান করেছে এক কিশোরী। পরে হাসপাতালে নিয়ে ওয়াশ করে তাঁকে সুস্থ করে তোলা হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ। 

রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় তানোর থানায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, তানোর পৌরশহরের একটি গ্রামের বাসিন্দা ওই হিন্দু কিশোরী আসন্ন এসএসসি পরীক্ষার্থী। সম্প্রতি উপজেলার বনকেশর গ্রামের আলামিন (২৫) নামের এক সন্তানের বাবার সঙ্গে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে প্রেমে জড়িয়ে পড়ে সে। 

গত ২ ফেব্রুয়ারি গভীর রাতে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় ওই কিশোরী। এ ঘটনায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। পুলিশ আলামিন এবং ওই কিশোরীকে ঢাকা থেকে আটক করে রোববার বিকেলে থানায় নিয়ে আসে। 

থানায় নারী ও শিশু ডেস্কে রাখা হয় কিশোরীকে, আর হাজতখানায় রাখা হয় আলামিনকে। আলামিনকে রেখে পরিবারের সঙ্গে যেতে ওই কিশোরীকে চাপ দেয় পরিবার ও পুলিশ। এ সময় কৌশলে বাথরুমে গিয়ে কিশোরী সঙ্গে থাকা বিষের বোতল থেকে পান করে। 

টের পেয়ে পুলিশ দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পেট ওয়াশ করে বিষ বের করে ফেলেন। প্রাণে বেঁচে যায় কিশোরী। তাকে ভর্তি করিয়ে চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন। 

চিকিৎসাধীন ওই কিশোরী বলে, ‘আমি আলামিনকে ভালোবাসি। তার সঙ্গেই যেতে চাই।’ 

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে আলামিন নামের এক যুবক ও কিশোরীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে থানার মধ্যে একটি দুর্ঘটনা ঘটে। ওই কিশোরীর পেট ওয়াশ করে বিষ বের করে ফেলা হয়েছে। আপাতত সে সুস্থ আছে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার