হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

শাহজাদপুরে শিয়ালের কামড়ে একজনের মৃত্যু

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিয়ালের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুলাল (৪০) নামের ওই ব্যক্তি পৌর এলাকার শক্তিপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক। 

এক মাস আগে রাতে বাড়ির পাশে রাস্তার ওপর দুলালকে শিয়াল কামড় দেয়। এরপর তিনি গ্রামেই কবিরাজি চিকিৎসা করেন। এরপর জলাতঙ্কে আক্রান্ত হন। গত শুক্রবার নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। 

এদিকে গতকাল শনিবার ভোরে উপজেলার বেলতৈল ইউনিয়নের চরকাদাই গ্রামের আব্দুস ছালামের স্ত্রী হালিমা খাতুন ফজরের নামাজ পড়ার জন্য অজু করতে বাইরে বের হলে বাড়ির উঠানে শিয়ালের আক্রমণের শিকার হন। শিয়াল তাঁর পায়ে কামড় দিয়ে গভীর ক্ষত তৈরি করেছে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইদানীং উপজেলার বিভিন্ন স্থানে সন্ধ্যা নামার পরপরই শিয়ালের হাঁকডাক শুরু হয়। শাহজাদপুর পৌর এলাকার রূপপুর মহল্লার আব্দুল আলিম জানান, রাত হলেই দল বেঁধে শিয়াল ডাকাডাকি করে। রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এমনকি বাড়ির উঠানে চলে আসে। মানুষ তখন বাড়ি থেকে বের হওয়ার সাহস করে না। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান জানান, বাসস্থান সংকুচিত হয়ে পড়া ও খাবার সংকটের কারণে শিয়াল লোকালয়ে প্রবেশ করছে। শিয়ালের উপদ্রব বেড়ে যাওয়ায় মুরগির খামারিরা আতঙ্কিত হয়ে পড়েছেন। গরুর খামারিরা পালাক্রমে রাত জেগে গরুর বাছুর পাহারা দিচ্ছেন বলেও শোনা যাচ্ছে। 

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা