হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁ থেকে চুরি হওয়া ২৪২ বস্তা চাল পাবনায় জব্দ, গ্রেপ্তার ২ 

পাবনা ও চাটমোহর প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর থেকে চুরি হওয়া ২৪২ বস্তা চাল পাবনার চাটমোহর ও আটঘরিয়া থেকে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে চাটমোহর থানা-পুলিশের সহায়তায় চাল জব্দ ও দুজনকে গ্রেপ্তার করে মহাদেবপুর থানা-পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন, চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামের জোনাব আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০) ও আটঘরিয়া উপজেলার কুমারেশ্বর গ্রামের মৃত ছইমুদ্দিনের ছেলে শাহজাহান প্রামানিক (৪৫)। 

অভিযানে নেতৃত্ব দেওয়া মহাদেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ দায়ের করা মামলার বরাত দিয়ে বলেন, গত বৃহস্পতিবার মহাদেবপুরের ‘ভাই ভাই রাইস এজেন্সি’ থেকে ২৮০ বস্তা চাল নিয়ে একটি ট্রাক ফেনীর উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সে চাল আর গন্তব্যে পৌঁছায়নি। চাল মিল মালিক মহাদেবপুরের আবু নাসিম মশিউর রহমান খোঁজ নিয়ে জানতে পারেন, ট্রাকচালক তাঁর চাল পাবনার আটঘরিয়ায় বিক্রি করে পালিয়েছেন। 

এ ঘটনায় তিনি মহাদেবপুর থানায় মামলা করেন। সেই মামলার তদন্তের সূত্র ধরে মহাদেবপুর থানা-পুলিশ শনিবার সকালে চাটমোহর থানা-পুলিশের সহায়তায় চাটমোহর ও আটঘরিয়ায় অভিযান চালায়। এ সময় আটঘরিয়ায় শাহজাহান আলী ও চাটমোহরের রফিকুলের গোডাউন থেকে ২৪২ বস্তা চাল জব্দ করা হয়। আটক করা হয় দুই চাল ব্যবসায়ীকে। বাকি ৩৮ বস্তা চালের সন্ধান মেলেনি। আটকের পর দুপুরেই তাঁদেরকে মহাদেবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। পলাতক ট্রাকচালককে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন চাল উদ্ধার ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাদেবপুর থানার মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়। চাটমোহর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক