হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ইকোপার্কে প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজীপুরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক ডিপ্লোমা প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার ঢেকুরিয়া এলাকায় নির্মাণাধীন ইকোপার্কে এ ঘটনা ঘটে। 

আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত। 

জানা যায়, নিহত প্রকৌশলী পিয়াল হাওলাদার (২৩) বরিশাল সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কালাম হাওলাদারের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, পিয়াল তাজওয়া টেস্ট সিস্টেম অ্যান্ড চৌধুরী কোম্পানির প্রকৌশলী হিসেবে ঢেকুরিয়া ইকোপার্কে দায়িত্বরত ছিলেন। পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন। পিয়ালের বাবা কালাম হাওলাদার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরিশালের লিফটম্যান হিসেবে কর্মরত।

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী হায়দার আলী জানান, গত তিন মাস ধরে ইকোপার্কের ব্লক তৈরির কাজ বন্ধ ছিল। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল তদারকির জন্য পিয়াল সেখানে অবস্থান করছিলেন। 

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, ইকোপার্কের ব্লক নির্মাণ সাইটের রাঁধুনি পিয়ালকে গতকাল সোমবার রাতে খাবার দিতে গিয়ে দেখেন দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। একপর্যায়ে টিনের বেড়ার ফাঁক দিয়ে দেখেন পিয়াল ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছেন। 

এ বিষয়ে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু