হোম > সারা দেশ > রাজশাহী

জয়পুরহাটে শিশুসন্তানকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে আট বছর বয়সী শিশুছেলেকে হত্যার দায়ে তার বাবাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন। সেই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে আসামির অনুপস্থিতিতে এ রায় দেওয়া হয়।

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল এ তথ্য জানিয়েছেন।

সাজাপ্রাপ্ত নজরুল ইসলাম লিটন জয়পুরহাট সদর উপজেলার রাজনগর আদর্শগ্রামের নিজাম উদ্দীনের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১১ নভেম্বর সকালে নজরুল ইসলাম লিটন তাঁর আট বছরের শিশুপুত্র রানাকে কাজ করতে বলেন। কিন্তু রানা কাজ করতে অপারগতা প্রকাশ করলে লিটন ক্ষুব্ধ হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। তাতে গুরুতর অসুস্থ হয় রানা। এরপর স্থানীয় চিকিৎসকের কাছে রানাকে চিকিৎসা করানো হয়। কিন্তু ক্রমেই তার অবস্থার অবনতি হয়। তারপর ১৩ নভেম্বর জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রানার মা বুলি আরা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি ও আইনগত প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার