হোম > সারা দেশ > রাজশাহী

রেললাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা, ১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নলডাঙ্গা মাধনগর রেলস্টেশনের পলাশীতলা রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে নাশকতার চেষ্টা। ছবি: আজকের পত্রিকা

নাটোরের নলডাঙ্গা মাধনগর রেলস্টেশনের পলাশীতলা রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে রেললাইন শঙ্কামুক্ত করেন। এ ঘটনায় ঢাকা ছেড়ে আসা আন্তনগর একটি ট্রেন ১ ঘণ্টা বিলম্বে যাত্রা করে।

ঘটনাটি ঘটে গতকাল রোববার দিবাগত রাত ১১টার দিকে মাধনগর রেলস্টেশনের দক্ষিণে পলাশীতলা এলাকায়।

জানা যায়, উপজেলার মাধনগর রেলস্টেশনসংলগ্ন পলাশীতলা রেললাইনে শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে ট্রেনে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে লোহার শিকলটি কেটে রেললাইনকে ট্রেন চলাচলের উপযোগী করা হয়। এ ঘটনায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছিল। প্রায় ১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জানতে চাইলে মাধনগর রেলওয়ে স্টেশনমাস্টার উজ্জল আলী আজকের পত্রিকাকে বলেন, রোববার রাত ১১টার দিকে মাধনগর রেলস্টেশনের দক্ষিণ পাশে রেললাইনে তালাবদ্ধ শিকল প্যাঁচানো দেখে স্থানীয়রা নলডাঙ্গা থানা-পুলিশ এবং রেল কর্তৃপক্ষকে খবর দেয়। এরপর রেলওয়ে কর্তৃপক্ষ এবং পুলিশ ঘটনাস্থলে এসে শিকলটি কেটে রেললাইনকে শঙ্কামুক্ত করেন। এ ঘটনায় ট্রেন চলাচল ১ ঘণ্টা সাময়িক বন্ধ রাখা হয়েছিল।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর শুনে পুলিশ ছুটে যায়। এরপর মাধনগগর স্টেশনমাস্টার এবং আত্রাই থেকে মিস্ত্রি এসে শিকল কেটে দেয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নাশকতার উদ্দেশ্যে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রেললাইনে তালাবদ্ধ শিকল লাগিয়েছিল।

মৎস্যজীবী পরিচয়ে পুকুর ইজারা যুবলীগ নেতার

সেলিম রেজার মনোনয়নে কনকচাঁপার ‘আলহামদুলিল্লাহ’

কণ্ঠশিল্পী কনকচাঁপা বাদ, বিএনপির মনোনয়ন পেলেন সেলিম

ঈশ্বরদীর মা কুকুরকে দেওয়া হলো দুই ছানা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার

রাজশাহীতে ট্রাকচাপায় শিশু নিহত, মহাসড়ক অবরোধ

রাজশাহীর রাজবাড়ি ভাঙার কাজ বন্ধ করল প্রশাসন

সাংবাদিকদের তালাবদ্ধ রাখার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি

রাজশাহীর ১১ পয়েন্টে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল

রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হলো রাজবাড়ী