হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ৩ ক্লিনিক–ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সর্বক্ষণিক চিকিৎসক না থাকা, পরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়াসহ নানা অভিযোগে সিরাজগঞ্জে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ শহরে এ অভিযান চালানো হয়। 

অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা। অভিযানে মুজিব সড়ক এলাকার সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। ১০ বেডের হাসপাতালকে ১৭ বেডে রূপান্তরিত করা, সর্বক্ষণিক চিকিৎসক না থাকা, পরীক্ষা অতিরিক্ত টাকা নেওয়া ও ভোক্তার সঙ্গে প্রতারণার করার অভিযোগে তাদের এ জরিমানা করা হয়। 

এ ছাড়া ভোক্তার সঙ্গে প্রতারণা, লাইসেন্সের মেয়াদ না থাকায় শহরের ই বি রোডে অবস্থিত সিরাজগঞ্জ পলি ক্লিনিক অ্যান্ড নিউ শমরিতা ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা করা হয়। এ ছাড়া বিভিন্ন পরীক্ষায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ায় ফজলুল হক রোডে অবস্থিত মডার্ন ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এসব তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় বলেন, ‘মানুষ যাতে সঠিক স্বাস্থ্য সেবা পায়, এটি নিশ্চিত করার দায়িত্ব আমাদের। আমরা সে লক্ষে কাজ করছি। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে যৌথ অভিযানে মাঠে নেমেছি। আজ তিনটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

অভিযানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের ডেপুটি সিভিল সার্জন আ ফ ম ওবায়দুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা, পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা