হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

‘চা ঢেলে শিশুর শরীর ঝলসে দেওয়া’ যা বললেন নৌকার প্রার্থী শিমুল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক শিশুর শরীরে গরম চা ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠে নৌকার এক সমর্থকের বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন নৌকার প্রার্থী সামিল উদ্দিন আহমেদ শিমুল। 

আজ বৃহস্পতিবার বিকেলে এই প্রতিবেদকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে তিনি অভিযোগটি অস্বীকার করেন। এর আগে, গতকাল বুধবার রাতে মরদানা এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত শিশু লালচান আলী (১২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। পৌর এলাকার মরদানা গ্রামের মো. সুমন আলীর ছেলে সে।

লালচানের মা মানসুরা বেগম বলেন, ‘অন্য ছেলেদের সঙ্গে আমার ছেলে নৌকার অফিসে গিয়ে চা খেতে চায়। এ সময় চা চাওয়া মাত্রই আমার ছেলেকে বলে “জনমের চা খাবি খা” বলে শরীরে চা ঢেলে দেয়।’ 

এ বিষয়ে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাকের নির্বাচনী অফিসের পাশে নতুন একটি নৌকার নির্বাচনী ক্যাম্প করা হয়েছে। বাচ্চারা কাড়াকাড়ি করে চা খেতে গিয়ে শরীরে পড়ে গেছে। লালচানের বাবা ট্রাক প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট করায় নৌকার লোকজনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’ 

এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আহত শিশু লালচানের চাচাতো ভাই আব্দুল হক বলেন, লালচানের বাবা স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলামের ট্রাক প্রতীকের সমর্থক। গতকাল বুধবার রাতে লালচান বাড়ির পাশে নৌকার অফিসে যায়। এ সময় নৌকা প্রতীকের সমর্থক রুহুল আমিন নামের এক যুবক গরম চা ঢেলে দেয় শিশুটির শরীরে। এতে মারাত্মক আহত হয় শিশুটি। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘শিশুর প্রতি সহিংসতার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। আমরা পুরো ঘটনাটি তদন্ত করছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়