হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

দেড় কোটি টাকা দুর্নীতির মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রায় দেড় কোটি টাকা দুর্নীতির মামলায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা খাদ্য কর্মকর্তা আজহারুল ইসলামকে (৫৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। দুর্নীতির মামলায় আজ সোমবার সকালে রাজশাহী বিভাগীয় স্পেশাল আদালতে হাজির হয়ে জামিন চেয়েছিলেন তিনি। তবে শুনানি শেষে আদালতের বিচারক মোছা. ইসমত আরা জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠান। 

আসামিপক্ষের আইনজীবী ছিলেন মিয়া মো. নুরুজ্জামান। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী হিসেবে জামিনের বিরোধিতা করেন বজলে তৌহিদ আল হাসান বাবলা। এ মামলায় জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রকসহ মোট আসামি সাতজন। এঁদের মধ্যে শুধু আজহারুল ইসলাম আত্মসমর্পণ করলেন। অন্য ছয়জন আসামি এখনো পলাতক আছেন। 

আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা জানান, চাষিদের কাছ থেকে গম না কিনে মিলের মালিকদের কাছ থেকে কেনা হয়েছিল। এভাবে প্রায় ১ কোটি ৫৮ লাখ টাকা দুর্নীতি করা হয়। এ অভিযোগে দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন ২০২০ সালে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে এ মামলার অভিযোগপত্রও দায়ের করা হয়। 

তবে দীর্ঘদিনেও আসামিরা আদালতে হাজির হননি। অবশেষে মামলার ধার্য তারিখে আজহারুল ইসলাম হাজির হয়ে জামিনের আবেদন করেন। তবে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ