হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁয় হেলমেট পরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা 

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় রাতের আঁধারে বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) রাতে ৯টার পরে নওগাঁ পৌরসভার সাহাপুর গ্রামের তালপুকুর (ইয়াদ আলীর মোড়) এলাকায় হেলমেট ও মাস্ক পরা কয়েকজন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহত ব্যক্তির নাম কামাল আহমেদ (৫২)। তিনি নওগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি। এ ছাড়া তিনি নওগাঁ ট্রাক বন্দোবস্তকারী সমিতির সাবেক সভাপতি। 

নিহত কামাল হোসেন নওগাঁ শহরের রজাকপুর মহল্লার মৃত মমতাজ আহমেদের ছেলে। 

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, রাতে কামাল আহমেদ সান্তাহার রেলস্টেশন এলাকা থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে নওগাঁ পৌরসভার ইয়াদ আলীর মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ে কয়েকজন অটোরিকশাটির পথ রোধ করে সামনে দাঁড়ায়। এরপর কামালকে অটোরিকশা থেকে নামিয়ে হেলমেট ও মাস্ক পরা কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর জখম কামাল আহমেদকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. মামুন জানান, কামাল আহমেদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। 

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতরে শরীরে অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুতই দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। বর্তমানে মরদেহটি হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান