হোম > সারা দেশ > রাজশাহী

ইউপি নির্বাচন: পবায় আ. লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী জয়ী 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এক যুগ পর রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী জেবর আলী। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন পাঁচ হাজার ৬৭০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা জালাল উদ্দিন চশমা প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৭০ ভোট। আর নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী আবুল হোসেন চার হাজার ১২৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। 

আজ সোমবার সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালটে ভোটগ্রহণ হয়। নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা। 

নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ছয়জন প্রার্থী অংশ নেন। অন্য তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেননি। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ভোটার ছিলেন ১৯ হাজার ৫২৮ জন। 

নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন। নির্বাচিত জেবর আলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ভোটে অংশ নেওয়ার কারণে তাঁকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। 

জানা গেছে, প্রায় এক যুগ আগে হরিয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হয়। তারপর সীমানা সংক্রান্ত জটিলতায় আর ভোট হয়নি। অবশেষে আজ এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। এক যুগ পর কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপচেপাড়া ভিড় ছিল। ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট দেন ভোটাররা। নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা