হোম > সারা দেশ > রাজশাহী

ইউপি নির্বাচন: পবায় আ. লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী জয়ী 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এক যুগ পর রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী জেবর আলী। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন পাঁচ হাজার ৬৭০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা জালাল উদ্দিন চশমা প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৭০ ভোট। আর নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী আবুল হোসেন চার হাজার ১২৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। 

আজ সোমবার সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালটে ভোটগ্রহণ হয়। নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা। 

নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ছয়জন প্রার্থী অংশ নেন। অন্য তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেননি। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ভোটার ছিলেন ১৯ হাজার ৫২৮ জন। 

নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন। নির্বাচিত জেবর আলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ভোটে অংশ নেওয়ার কারণে তাঁকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। 

জানা গেছে, প্রায় এক যুগ আগে হরিয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হয়। তারপর সীমানা সংক্রান্ত জটিলতায় আর ভোট হয়নি। অবশেষে আজ এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। এক যুগ পর কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপচেপাড়া ভিড় ছিল। ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট দেন ভোটাররা। নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু