হোম > সারা দেশ > রাজশাহী

অস্ত্র ও ফেনসিডিলসহ চোরাকারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও ফেনসিডিলসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম রাশিকুল ইসলাম (৩৫)। উপজেলার বিদিরপুর মাদ্রাসা মোড় এলাকায় তাঁর বাড়ি। বাবার নাম আবদুর রশিদ ওরফে কানাই। 

আজ শনিবার ভোররাতে রাশিকুলের বাড়িতে অভিযান চালায় র‍্যাব-৫–এর রাজশাহী সিপিএসসির একটি দল। এ সময় তাঁর বাড়ি থেকে দুটি ওয়ান শুটারগান ও ১৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। 
র‍্যাব-৫–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রাশিকুল পেশায় নির্মাণশ্রমিক। কিন্তু এ পেশার আড়ালে তিনি অস্ত্র ও মাদক কারবারে জড়িত। ভারত থেকে এসব অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য এনে তিনি কিছু সময়ের জন্য বাড়িতে রাখতেন। 

তারপর দ্রুত তা দেশের নানা প্রান্তে পাঠিয়ে দিতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব রাশিকুলের গতিবিধি নজরদারি করে। এরপর তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। 

তিনি আরও বলেন, বাড়ি থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের সময় রাশিকুলকে বাড়ি থেকেই আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে। আসামিকেও থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে।

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান