হোম > সারা দেশ > রাজশাহী

অস্ত্র ও ফেনসিডিলসহ চোরাকারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও ফেনসিডিলসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম রাশিকুল ইসলাম (৩৫)। উপজেলার বিদিরপুর মাদ্রাসা মোড় এলাকায় তাঁর বাড়ি। বাবার নাম আবদুর রশিদ ওরফে কানাই। 

আজ শনিবার ভোররাতে রাশিকুলের বাড়িতে অভিযান চালায় র‍্যাব-৫–এর রাজশাহী সিপিএসসির একটি দল। এ সময় তাঁর বাড়ি থেকে দুটি ওয়ান শুটারগান ও ১৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। 
র‍্যাব-৫–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রাশিকুল পেশায় নির্মাণশ্রমিক। কিন্তু এ পেশার আড়ালে তিনি অস্ত্র ও মাদক কারবারে জড়িত। ভারত থেকে এসব অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য এনে তিনি কিছু সময়ের জন্য বাড়িতে রাখতেন। 

তারপর দ্রুত তা দেশের নানা প্রান্তে পাঠিয়ে দিতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব রাশিকুলের গতিবিধি নজরদারি করে। এরপর তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। 

তিনি আরও বলেন, বাড়ি থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের সময় রাশিকুলকে বাড়ি থেকেই আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে। আসামিকেও থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে।

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক