হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপিত

বর্ণাঢ্য আয়োজনে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সপ্তম বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপিত হয়েছে। 

আজ বুধবার দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম। এ সময় শান্তির প্রতীক পায়রা ও বিশ্ববিদ্যালয়ের নামাঙ্কিত ফেস্টুন-বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি শুরু করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা রবীন্দ্র কাছারিবাড়ি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় কাছারিবাড়িতে ফিরে আসে। এরপর রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. শাহ্ আজম বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টিকে চির অম্লান রাখার যে উদ্দেশ্য নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা সেই উদ্দেশ্য সামনে রেখেই দেশের প্রধান সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে সচেষ্ট। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। 

শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি সন্ধ্যায় গান পরিবেশন করে দেশের জনপ্রিয় সংগীত দল ‘জলের গান’। আয়োজনের দ্বিতীয় দিনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের রবি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা