হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১, শনাক্ত ১৩৬ 

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সেলিনা ((৪৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বগুড়ার কাহালু উপজেলার বাসিন্দা। 

একই সময়ে ৩৪৩টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৩৬ জনের। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৩৯ দশমিক ৬৫ শতাংশ। 

রোববার বেলা সোয়া ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে। 

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত জেলায় করোনায় নতুন একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ৮০০। এর মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৯২ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তাঁরা করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এই তালিকায় করোনার উপসর্গ নিয়ে মৃতরা নেই। 

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৫০ জন। বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯০ জন। তাঁদের মধ্যে বগুড়া শজিমেক হাসপাতালে ৩০, মোহাম্মদ আলী হাসপাতালে ৪১, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ চিকিৎসাধীন। 

জেলা স্বাস্থ্য বিভাগের গতকালের (শনিবার) দেওয়া তথ্যমতে, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ২৩৪টি নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১০০ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ছিল ৪২ দশমিক ৭৩ শতাংশ। একই সময়ের ব্যবধানে করোনায় ও উপসর্গে কোনো মৃত্যু হয়নি। 

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা