হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এরফান গ্রুপের ট্রাক চাপায় মারুফ (১৬) নামের এক শিশু শ্রমিক নিহত হয়েছে। সোমবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনায় ঘটে। 

নিহত শিশু সদর উপজেলার কল্যাণপুর এলাকার দেলোয়ার ড্রাইভারের ছেলে। 

নিহত মারুফের ভাই পারভেজ জানান, সোমবার সকালে এরফান গ্রুপের ট্রাক টার্মিনালে একটি ট্রাক মেরামতের কাজ করছিল মারুফ। এ সময় অন্য একটি ট্রাক মেরামতরত ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটি চলতে শুরু করে মারুফকে সামনের একটি দেওয়ালের সঙ্গে চাপা দেয়। আশপাশের লোকজন মারুফকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহত মারুফের মামা জানান, মারুফের মরদেহ কোন অভিযোগ ছাড়াই দাফন করা হয়েছে।

এ বিষয়ে এরফান গ্রুপের মানব সম্পাদক কর্মকর্তা জাকির হোসেন বলেন, একটি দুর্ঘটনা ঘটেছে বলে শুনেছি। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। 

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল