হোম > সারা দেশ > রাজশাহী

মোহনপুরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পাঁচ স্কুলছাত্রীকে মারধর, থানায় অভিযোগ

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর মোহনপুরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক স্কুলের পাঁচ ছাত্রীকে মারধর করা হয়েছে। এতে শিক্ষার্থীরা আহত হয়। তাদের মোহনপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পাঁচজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে উত্ত্যক্ত হওয়া শিক্ষার্থী।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছে একই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্র। বিষয়টি প্রধান শিক্ষককে জানালে তিনি ব্যাপারটি মীমাংসা করে দেন। কিন্তু সোমবার বাড়ি ফেরার পথে ওই ছাত্র সহপাঠীদের নিয়ে ছাত্রীকে চড়থাপ্পড় মারে। এ সময় অন্য ছাত্রীরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। 

ঘটনার দিন রাতেই ভুক্তভোগী স্কুলছাত্রী নিজে বাদী হয়ে ওই ছাত্রসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। আজ মঙ্গলবার সকালে তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, সোমবার রাতে এ ঘটনায় স্কুলছাত্রী থানায় লিখিত অভিযোগ করে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি একই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ঘটেছে। তবে এর মাঝে বহিরাগত কারও সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’