হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

শাহজাদপুরে পরিত্যক্ত স্থান থেকে ৪২০ কেজি চাল উদ্ধার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যক্ত স্থানে থাকা ৪২০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কৈজুরী ইউনিয়নের কৈজুরী ঠুটিয়া কলেজের সামনে এই ঘটনা ঘটে। 

চাল উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কৈজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খোকন। তিনি বলেন, ‘উদ্ধার করা ৬০ কেজির ৭ বস্তা চাল ইউপির ৩ নম্বর সদস্য বাচ্চু বেপারীর হেফাজতে আছে।’ 

স্থানীয় লোকজন জানান, সাত বস্তা চাল পরিত্যক্ত স্থানে দেখতে পেয়ে উপজেলা প্রশাসনকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে ইউপির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন গ্রামপুলিশ পাঠিয়ে বস্তাগুলো হেফাজতে নেন। 

এদিকে উদ্ধার হওয়া চালের বস্তাগুলো সরকারের বলে দাবি করেছেন স্থানীয় অনেকে। তাঁরা ক্ষোভ জানিয়ে বলেন, প্রকৃত উপকারভোগী বাছাই না করা ও কালোবাজারিদের বিচারের আওতায় না আনায় দুস্থদের চাল কালোবাজারে বিক্রি হচ্ছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘চালের বস্তাগুলো ভালনারেবল উইমেন বেনিফিটের (ভিডব্লিউবি) না ন্যায্যমূল্যের তা সঠিকভাবে জানা যায়নি। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে তদন্ত করে দেখতে বলা হয়েছে। মহিলাবিষয়ক কর্মকর্তাকেও বিষয়টি দেখতে বলা হবে। বারবার দুস্থদের চাল কালোবাজারে বিক্রি ঠেকাতে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে