হোম > সারা দেশ > রাজশাহী

আদালত চত্বরে যুবককে কুপিয়ে আহত, রিমান্ডে ৫ জন

নাটোর প্রতিনিধি

নাটোর দায়রা জজ আদালত চত্বরে যুবককে কুপিয়ে আহতের ঘটনায় দায়েরকৃত পৃথক দুটি মামলায় গ্রেপ্তার পাঁচজনকে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে দায়েরকৃত দুটি মামলার মধ্যে অস্ত্র আইনে করা একটি মামলায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক রওশন আলম এই আদেশ দেন।

মামলার বরাত দিয়ে নাটোর কোর্ট পুলিশ পরিদর্শক নাজনীন আক্তারী জানান, গত ১৪ মার্চ আদালত চত্বরে হাজিরা দিতে গেলে রাতুল ইসলাম (২৫) নামের এক যুবকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। ওই ঘটনায় দায়েরকৃত পৃথক দুটি মামলার মধ্যে একটি অস্ত্র মামলায় আজ সোমবার দুপুরে আদালতে অভিযুক্ত সজীব (৩২), সুমন (৩৫), ইমন (২৮), সবুজ (২৭), সোহাগকে (৩০) হাজির করা হয়। এ সময় আসামিপক্ষের পক্ষের আইনজীবী গ্রেপ্তার ব্যক্তিদের জামিন আবেদন করলে জামিন না মঞ্জুর করেন আদালত। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযুক্তদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৪ মার্চ পূর্ব বিরোধের জের ধরে নাটোর আদালত চত্বরে রাতুল নামের এক যুবককে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। ঘটনার দিনই পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে নাটোর সদর থানার মাধ্যমে আদালতে গ্রেপ্তার ব্যক্তিদের হাজির করলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে