হোম > সারা দেশ > রাজশাহী

আদালত চত্বরে যুবককে কুপিয়ে আহত, রিমান্ডে ৫ জন

নাটোর প্রতিনিধি

নাটোর দায়রা জজ আদালত চত্বরে যুবককে কুপিয়ে আহতের ঘটনায় দায়েরকৃত পৃথক দুটি মামলায় গ্রেপ্তার পাঁচজনকে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে দায়েরকৃত দুটি মামলার মধ্যে অস্ত্র আইনে করা একটি মামলায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক রওশন আলম এই আদেশ দেন।

মামলার বরাত দিয়ে নাটোর কোর্ট পুলিশ পরিদর্শক নাজনীন আক্তারী জানান, গত ১৪ মার্চ আদালত চত্বরে হাজিরা দিতে গেলে রাতুল ইসলাম (২৫) নামের এক যুবকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। ওই ঘটনায় দায়েরকৃত পৃথক দুটি মামলার মধ্যে একটি অস্ত্র মামলায় আজ সোমবার দুপুরে আদালতে অভিযুক্ত সজীব (৩২), সুমন (৩৫), ইমন (২৮), সবুজ (২৭), সোহাগকে (৩০) হাজির করা হয়। এ সময় আসামিপক্ষের পক্ষের আইনজীবী গ্রেপ্তার ব্যক্তিদের জামিন আবেদন করলে জামিন না মঞ্জুর করেন আদালত। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযুক্তদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৪ মার্চ পূর্ব বিরোধের জের ধরে নাটোর আদালত চত্বরে রাতুল নামের এক যুবককে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। ঘটনার দিনই পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে নাটোর সদর থানার মাধ্যমে আদালতে গ্রেপ্তার ব্যক্তিদের হাজির করলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা