হোম > সারা দেশ > রাজশাহী

আদালত চত্বরে যুবককে কুপিয়ে আহত, রিমান্ডে ৫ জন

নাটোর প্রতিনিধি

নাটোর দায়রা জজ আদালত চত্বরে যুবককে কুপিয়ে আহতের ঘটনায় দায়েরকৃত পৃথক দুটি মামলায় গ্রেপ্তার পাঁচজনকে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে দায়েরকৃত দুটি মামলার মধ্যে অস্ত্র আইনে করা একটি মামলায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক রওশন আলম এই আদেশ দেন।

মামলার বরাত দিয়ে নাটোর কোর্ট পুলিশ পরিদর্শক নাজনীন আক্তারী জানান, গত ১৪ মার্চ আদালত চত্বরে হাজিরা দিতে গেলে রাতুল ইসলাম (২৫) নামের এক যুবকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। ওই ঘটনায় দায়েরকৃত পৃথক দুটি মামলার মধ্যে একটি অস্ত্র মামলায় আজ সোমবার দুপুরে আদালতে অভিযুক্ত সজীব (৩২), সুমন (৩৫), ইমন (২৮), সবুজ (২৭), সোহাগকে (৩০) হাজির করা হয়। এ সময় আসামিপক্ষের পক্ষের আইনজীবী গ্রেপ্তার ব্যক্তিদের জামিন আবেদন করলে জামিন না মঞ্জুর করেন আদালত। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযুক্তদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৪ মার্চ পূর্ব বিরোধের জের ধরে নাটোর আদালত চত্বরে রাতুল নামের এক যুবককে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। ঘটনার দিনই পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে নাটোর সদর থানার মাধ্যমে আদালতে গ্রেপ্তার ব্যক্তিদের হাজির করলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার