হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

করোনাকালে জায়গাসহ স্কুল ভবন বিক্রির অভিযোগ

প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ

করোনাকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি স্কুল ভবন মাটিসহ বিক্রির অভিযোগ উঠেছে প্রতারক চক্রের বিরুদ্ধে। শিবগঞ্জ পৌর এলাকার রসুলপুর গ্রামের রসুলপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

এ নিয়ে গ্রামবাসীর পক্ষে শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবগঞ্জ এবং মেয়র বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মো. আফজাল হোসেন। অভিযোগের কপির সঙ্গে যুক্ত করা হয়েছে ৭৪ জন গ্রামবাসীর স্বাক্ষর। যারা সাবেক শিক্ষার্থী এবং অভিভাবক ছিলেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, শিবগঞ্জ পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে ১৯৯৭ সালে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করা হয়। যা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ২০০২ সালের ১৬ নভেম্বর (এম/ ৩৭৫-ম/ ০২ / ১৯০৪৮-ম) একাডেমিক স্বীকৃতি লাভ করে। অনিবার্য কারণ বসত পাঠদান সাময়িক বন্ধ থাকে। যার কারণে স্কুলটি পরিত্যক্ত থাকে। বর্তমানে কিছু অসাধু স্থানীয় ব্যক্তি নিজ স্বার্থের জন্য ওই বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা করছে এবং দুইটি আধা পাকা ঘর ভেঙে ফেলেছে। এদের মধ্যে স্কুলের কেরানি আশরাফ আলীও জড়িত রয়েছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। এলাকাবাসী এ নিয়ে বাধা দিতে গেলে প্রতারক চক্রটি মারপিটের হুমকি দিচ্ছে বলেও জানা যায়। 

অভিযোগ পেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়র উভয় পক্ষকে শুনানির জন্য গত ১৩ সেপ্টেম্বর নিজ নিজ কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নোটিশ জারি করেন। কিন্তু একই সময়ে পৌরসভা এবং উপজেলাতে হাজির হতে বলায় এ নিয়ে কোনো সমাধান হয়নি। 

এ বিষয়ে জানতে চাইলে জমির ক্রেতা দাবিদার মো. বাবু মিঞা ও শামীম রেজা বলেন, ‘বৈধ কমিটির কাছ থেকে রেজুলেশনের মাধ্যমে ন্যায্য মূল্য দিয়ে জমি ক্রয় করেছি। জমিটি ইতি মধ্যে খারিজও করা হয়েছে। যারা জমিতে বাধা দিতে আসছে তারাই স্কুলটির বিরোধিতা করে আসছিল। জমি এবং ভবন আমাদের দখলেই আছে।’ 

এ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগের কপি পেয়েছি। বিষয়টি তদন্ত করা হবে। 

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার