হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

করোনাকালে জায়গাসহ স্কুল ভবন বিক্রির অভিযোগ

প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ

করোনাকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি স্কুল ভবন মাটিসহ বিক্রির অভিযোগ উঠেছে প্রতারক চক্রের বিরুদ্ধে। শিবগঞ্জ পৌর এলাকার রসুলপুর গ্রামের রসুলপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

এ নিয়ে গ্রামবাসীর পক্ষে শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবগঞ্জ এবং মেয়র বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মো. আফজাল হোসেন। অভিযোগের কপির সঙ্গে যুক্ত করা হয়েছে ৭৪ জন গ্রামবাসীর স্বাক্ষর। যারা সাবেক শিক্ষার্থী এবং অভিভাবক ছিলেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, শিবগঞ্জ পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে ১৯৯৭ সালে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করা হয়। যা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ২০০২ সালের ১৬ নভেম্বর (এম/ ৩৭৫-ম/ ০২ / ১৯০৪৮-ম) একাডেমিক স্বীকৃতি লাভ করে। অনিবার্য কারণ বসত পাঠদান সাময়িক বন্ধ থাকে। যার কারণে স্কুলটি পরিত্যক্ত থাকে। বর্তমানে কিছু অসাধু স্থানীয় ব্যক্তি নিজ স্বার্থের জন্য ওই বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা করছে এবং দুইটি আধা পাকা ঘর ভেঙে ফেলেছে। এদের মধ্যে স্কুলের কেরানি আশরাফ আলীও জড়িত রয়েছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। এলাকাবাসী এ নিয়ে বাধা দিতে গেলে প্রতারক চক্রটি মারপিটের হুমকি দিচ্ছে বলেও জানা যায়। 

অভিযোগ পেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়র উভয় পক্ষকে শুনানির জন্য গত ১৩ সেপ্টেম্বর নিজ নিজ কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নোটিশ জারি করেন। কিন্তু একই সময়ে পৌরসভা এবং উপজেলাতে হাজির হতে বলায় এ নিয়ে কোনো সমাধান হয়নি। 

এ বিষয়ে জানতে চাইলে জমির ক্রেতা দাবিদার মো. বাবু মিঞা ও শামীম রেজা বলেন, ‘বৈধ কমিটির কাছ থেকে রেজুলেশনের মাধ্যমে ন্যায্য মূল্য দিয়ে জমি ক্রয় করেছি। জমিটি ইতি মধ্যে খারিজও করা হয়েছে। যারা জমিতে বাধা দিতে আসছে তারাই স্কুলটির বিরোধিতা করে আসছিল। জমি এবং ভবন আমাদের দখলেই আছে।’ 

এ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগের কপি পেয়েছি। বিষয়টি তদন্ত করা হবে। 

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা