হোম > সারা দেশ > পাবনা

পাবনায় বজ্রপাতে ফেটে চিরে গেল মেহগনিগাছ

পাবনা প্রতিনিধি

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে বজ্রপাতে ফেটে চিরে যাওয়া মেহগনিগাছ। ছবি: আজকের পত্রিকা

বজ্রপাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের একটি মেহগনিগাছ ফেটে চিরে গেছে। আজ মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সামনের একটি গাছে এই বজ্রপাত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে বজ্রপাতে ফেটে চিরে যাওয়া মেহগনিগাছ। ছবি: আজকের পত্রিকা

এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ও কর্মচারীরা বলেন, ‘আকাশে কালো মেঘ ও বাতাস বইছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝে বজ্রপাতেরও শব্দ শোনা যাচ্ছিল। আমরা পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টে অবস্থান করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। বৃষ্টি থামলে দেখি বিশাল আকৃতির একটি মেহগনিগাছ ওপর থেকে নিচে লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তবে কারও ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি জানাজানি হলে অনেকেই দেখতে আসছেন। কেউবা ক্যামেরাবন্দী করছেন।’

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে বজ্রপাতে ফেটে চিরে যাওয়া মেহগনিগাছ। ছবি: আজকের পত্রিকা

প্রত্যক্ষদর্শী এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌফিক ইমাম বলেন, ‘হালকা বৃষ্টির সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। আমাদের চোখের সামনেই মেহগনিগাছটি বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার সবাই নিরাপদ স্থানে চলে যাই।’

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে বজ্রপাতে ফেটে চিরে যাওয়া মেহগনিগাছ। ছবি: আজকের পত্রিকা

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল আউয়াল মিয়া বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। যেহেতু গাছটি দ্বিখণ্ডিত হয়েছে, আমরা দ্রুত গাছটিকে অপসারণ করার ব্যবস্থা করব।’ বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় না নেওয়ার আহ্বান জানান তিনি।

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে বজ্রপাতে ফেটে চিরে যাওয়া মেহগনিগাছ। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর