চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আবুল কালাম আজাদ (৩১) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে হঠাৎ বুকে ব্যথা উঠলে তাঁকে প্রথমে কারা হাসপাতাল ও পরে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুরে মৃত ঘোষণা করেন।
কালাম আজাদ ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তাঁর স্ত্রী বৃষ্টি খাতুন বলেন, ‘২০ দিন আগে মাদকদ্রব্য অধিদপ্তরের লোকজন আমার স্বামীকে সুস্থ অবস্থায় মাদকসহ আটক করে। পরে তাঁকে এক মাসের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। আজ দুপুরে হঠাৎ করে খবর আসে আমার স্বামী কারাগারে মারা গেছে। সে তো একজন সুস্থ মানুষ হঠাৎ করে কেন মারা যাবে।’
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ কারাগারের জেল সুপার মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মাদক মামলায় ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের সাজা দিয়ে ওই ব্যক্তিকে কারাগারে পাঠান। কারাবাসের ২০ দিন পর আজ সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।