হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নারীসহ নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার চককীর্তি ইউনিয়নের আঁখিরা গ্রামের আমনগাড়ী আমবাগানে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উপজেলার চককীর্তি ইউনিয়নের আঁখিরা গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী মেরিনা বেগম (৪০) এবং একই গ্রামের মৃত জয়নালের ছেলে খাইরুল ইসলাম (৪৮) এবং মনকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের এরফান আলীর স্ত্রী সেমিয়ারা বেগম। নিহত খাইরুল ইসলাম পেশায় কৃষক, মেরিনা বেগম এবং সেমিয়ারা বেগম গৃহিণী।

চককীর্তি ইউপির ৬ নম্বর ওয়ার্ড সদস্য শামীম রেজা জানান, সকালে শুরু হয় বজ্রসহ বৃষ্টি। মেরিনা ও খাইরুল বাড়ির পাশে বাগানে আম কুড়াতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন। একই সময় সেমিয়ারা বাড়ির পাশের বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। 

চককীর্তি ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। 

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, শিবগঞ্জে বজ্রপাত ঠেকাতে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। কিছু জায়গায় বজ্রপাত প্রতিরোধক স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব জায়গায় এই প্রতিরোধক স্থাপন করা হবে। 

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার