হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ঘর থেকে ডেকে নেওয়া স্কুলছাত্রের লাশ মিলল সেচপাম্পের ঘরে

সিরাজগঞ্জ প্রতিনিধি

ওয়াজে যাওয়ার কথা বলে ঘর থেকে ডেকে নেওয়া স্কুলছাত্র আবু বকর আনন্দের (১২) লাশ পাওয়া গেল পাশের সেচপাম্পের ঘরে। গতকাল বৃহস্পতিবার রাতে ডেকে নেওয়ার পর আজ শুক্রবার সকালে তার লাশ পাওয়া যায়। সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়া উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত আবু বকর আনন্দ গজারিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে চর চিলগাছা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

নিহত স্কুলছাত্রের বাবা রফিকুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার রাতে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে তার বন্ধুরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। সকালে আমার ভাড়া নেওয়া সেচপাম্প ঘরের মধ্যে আনন্দের মরদেহ দেখে স্থানীয় কৃষকেরা বাড়িতে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে দেখি ঘরের মধ্যে লাশ পড়ে আছে।’

সদর থানা-পুলিশের পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির চোখ দিয়ে রক্ত ঝরছে, অণ্ডকোষও রক্তাক্ত। হত্যার আলামত সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সুমন কুমার দাস আরও বলেন, হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়