চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের আইড়ামারী গ্রামের আবদুর রশিদের মেয়ে বর্ষা খাতুন (৯)। তবে ৫০ বছর বয়সী বৃদ্ধের নাম-পরিচয় জানা যায়নি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর এলাকায় ৫০ বছর বয়সী এক বৃদ্ধ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সোনামসজিদ স্থলবন্দর থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।
ওসি আরও বলেন, তা ছাড়া শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে দিয়ে শিশু বর্ষা খাতুন রাস্তা পার হচ্ছিল। এ সময় অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। কারও অভিযোগ না থাকায় বর্ষার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।