রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চের পরিচালক প্রফেসর ড. এ এইচ এম রহমতুল্লাহ ইমন রচিত ‘ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা ও বইয়ের লেখক প্রফেসর ড. এ এইচ এম রহমতুল্লাহ ইমন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. সাইদুর রহমান খান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের জেনারেল সেক্রেটারি এ কে এম কামরুজ্জামান খান, ট্রাস্টের কোষাধ্যক্ষ জহুরুল আলম, ট্রাস্টের সদস্য মোহাম্মাদ আলী দ্বীন।
এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. ওয়ালীউল আলম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রেজাউল করিম।