হোম > সারা দেশ > রাজশাহী

মামলার হাজিরা দিতে এসে হাতের চার আঙ্গুল কেটে নিল প্রতিপক্ষরা

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোর আদালতে মামলার হাজিরা দিতে এসে খোরশেদ আলম ওরফে খসরু (৩০) নামের এক ব্যক্তির দুই হাতের চারটি আঙুল কেটে নিয়েছে প্রতিপক্ষরা। আজ মঙ্গলবার বিকেল ৪টায় সিংড়া উপজেলার রাতাল শেখপাড়া এলাকায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ সবুজসহ কতিপয় ব্যক্তি হামলা চালালে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। 

এদিকে আহত খোরশেদ আলম ওরফে খসরুকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে তাঁর স্বজনেরা। সে ওই গ্রামের কৃষক মহির প্রামাণিকের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২০১৭ সালে রাতাল গ্রামে জনৈক ব্যক্তি আব্দুর রশিদ হত্যা মামলার অন্যতম আসামি খোরশেদ আলম ওরফে খসরু। হত্যার পর থেকে সে ঢাকায় বসবাস করে আসছিল। মঙ্গলবার নাটোর কোর্টে ওই মামলার হাজিরা দিয়ে গ্রামের বাড়িতে আসার পথে রাতাল শেখপাড়া এলাকায় প্রতিপক্ষ সবুজ, শাকিল, এনামুলসহ কয়েকজন ব্যক্তি তাঁর ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তাঁর দুই হাতের চারটি আঙুল কেটে পড়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। 

ইতালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, শুনেছি পূর্ব বিরোধের জের ধরে হাতের আঙুল কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে থানা-পুলিশকে জানানো হয়েছে। 

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ