হোম > সারা দেশ > রাজশাহী

মামলার হাজিরা দিতে এসে হাতের চার আঙ্গুল কেটে নিল প্রতিপক্ষরা

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোর আদালতে মামলার হাজিরা দিতে এসে খোরশেদ আলম ওরফে খসরু (৩০) নামের এক ব্যক্তির দুই হাতের চারটি আঙুল কেটে নিয়েছে প্রতিপক্ষরা। আজ মঙ্গলবার বিকেল ৪টায় সিংড়া উপজেলার রাতাল শেখপাড়া এলাকায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ সবুজসহ কতিপয় ব্যক্তি হামলা চালালে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। 

এদিকে আহত খোরশেদ আলম ওরফে খসরুকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে তাঁর স্বজনেরা। সে ওই গ্রামের কৃষক মহির প্রামাণিকের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২০১৭ সালে রাতাল গ্রামে জনৈক ব্যক্তি আব্দুর রশিদ হত্যা মামলার অন্যতম আসামি খোরশেদ আলম ওরফে খসরু। হত্যার পর থেকে সে ঢাকায় বসবাস করে আসছিল। মঙ্গলবার নাটোর কোর্টে ওই মামলার হাজিরা দিয়ে গ্রামের বাড়িতে আসার পথে রাতাল শেখপাড়া এলাকায় প্রতিপক্ষ সবুজ, শাকিল, এনামুলসহ কয়েকজন ব্যক্তি তাঁর ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তাঁর দুই হাতের চারটি আঙুল কেটে পড়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। 

ইতালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, শুনেছি পূর্ব বিরোধের জের ধরে হাতের আঙুল কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে থানা-পুলিশকে জানানো হয়েছে। 

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার