হোম > সারা দেশ > রাজশাহী

পুঠিয়ায় স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়ায় মেহেদী হাসান (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের বারোপাখিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মেহেদী হাসান ওই গ্রামের সিরাজ উদ্দীনের ছেলে এবং সৈয়দপুর উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল।

এদিকে মৃতের পরিবার বলছে, সম্প্রতি সে মাদকাসক্ত হয়ে পড়ে। নেশার টাকা না পেয়ে পরিবারের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে।

স্কুলছাত্রের বাবা সিরাজ উদ্দিন বলেন, মেহেদী বুধবার রাত সাড়ে ৮টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘক্ষণ ফিরে না আসায় আমরা তাকে খুঁজতে থাকি। একপর্যায়ে বাড়ির পেছনে আমগাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখি। পরে থানায় খবর দিলে পুলিশ তার মরদেহ নামায়।

সিরাজ উদ্দিন আরও বলেন, মেহেদী সম্প্রতি মাদকাসক্ত হয়ে পড়ে। আর মাদক কিনতে টাকার জন্য বাড়িতে ঝামেলা করত। গতকাল সন্ধ্যায় টাকার জন্য রাগারাগি করে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মৃতের পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার