হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি  

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (১৯ মার্চ) রাত ৭টার দিকে ঢাকায় ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগপ্রাপ্তির সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কবির হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ নেতা-কর্মীরা এনায়েতপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন।

নিহত কবির হোসেন এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলের দিকে এনায়েতপুরের সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় ৭ জন আহত হন।

আহত ব্যক্তিরা হলেন সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রওশন আলী মেম্বার (৪৮), এনায়েতপুর থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (৪২), এনায়েতপুর থানা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক সিকদার (৫৬), থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ (৩০), সাবেক যুগ্ম আহ্বায়ক আবু তালেব (৪০), কবির হোসেন (৪০) ও মুকুল সিকদার (৫০)।

আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় কবির হোসেনের মৃত্যু হয়।

স্থানীয় বিএনপির নেতারা জানান, মঙ্গলবার এনায়েতপুর করোনা বাজারে ইফতার মাহফিলের আয়োজন করে রওশন আলী মেম্বার। একই সময় চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে আব্দুল করিম মোল্লা। দলীয় আধিপত্য নিয়ে এই হামলার ঘটনা ঘটেছে। হামলার জন্য একে অপরকে দোষারোপ করছে বিএনপির দুই পক্ষ।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার