হোম > সারা দেশ > বগুড়া

বুড়ইল ইউপির পুনর্নির্বাচনে ভোট চলছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) পুনর্নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে দুই সাধারণ সদস্য পদপ্রার্থী সমান ভোট পাওয়ায় ৫ নম্বর ওয়ার্ডে আজ আবার ভোট নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শেষ ধাপে ১৫ জুন বুড়ইল ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে তালা প্রতীকের আব্দুল কাদের ৮২৫ ও মহিদুল ইসলাম বাবু মোরগ প্রতীকে ৮২৫ ভোট পান। এ জন্য কাউকে বিজয়ী ঘোষণা করা যায়নি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুস সালাম বলেন, বুড়ইল ইউপি নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে দুই প্রার্থী সমান ভোট পান। নির্বাচনী আইন অনুযায়ী আজ আবার ভোট নেওয়া হচ্ছে। দোহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রিধইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে তা চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মাঠে রয়েছেন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত বলেন, ‘শান্তিপূর্ণভাবে বুড়ইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ভোট গ্রহণ চলছে। আশা করছি, শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা