বগুড়ার আদমদীঘি সান্তাহার জংশন স্টেশন থেকে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যার দিকে স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে লাশটি উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের ধারণা, তীব্র শীতে ঠান্ডা জনিত কারণে তার মৃত্যু হতে পারে।
রেলওয়ে থানা সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই বৃদ্ধা মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে চলত। কিছুদিন ধরে তিনি সান্তাহার জংশন স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে রাত্রি যাপন করতেন।
স্টেশন এলাকায় অসহায়–ছিন্নমূলদের সাহায্যকারী আজিজুল হক রাজা বলেন, ‘ওই বৃদ্ধা বেশ কিছু দিন ধরে স্টেশনে রাত্রি যাপন করতেন। আজ শুনতে পাই, তিনি মারা গেছে। আমার মনে হয়, অতিরিক্ত ঠান্ডার কারণে বৃদ্ধা মারা গেছে। এতে খুব খারাপ লাগছে।’
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক নরেন চন্দ্র আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য পিবিআই ও সিআইডিকে খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।’