হোম > সারা দেশ > রাজশাহী

দেড় দশক পর রাজশাহীর মাদ্রাসা মাঠে জামায়াতের কর্মী সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর মাদ্রাসা মাঠে জামায়াতের কর্মী সম্মেলনের প্রস্তুতি চলছে। ছবি: সংগৃহীত

রাজশাহীতে আগামীকাল শনিবার (১৮ জানুয়ারি) জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন হতে যাচ্ছে। দেড় দশক পর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই সম্মেলন করতে যাচ্ছে জামায়াত। দলের পক্ষ থেকে সম্মেলনে লক্ষাধিক নেতা-কর্মীর সমবেত হওয়ার আশা করা হচ্ছে।

রাজশাহী জেলা ও মহানগর জামায়াত যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। সকাল ৯টায় কর্মী সম্মেলন হবে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় অন্য নেতারাও।

কর্মী সম্মেলন ছাড়াও দুপুরে চিকিৎসক সমাবেশ এবং বেলা ৩টায় মহিলা সদস্য সমাবেশ হবে। বাদ মাগরিব ব্যবসায়ীদের নিয়ে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে সমাবেশ হওয়ার কথা রয়েছে।

কর্মী সম্মেলনের প্রস্তুতির সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করতে আজ শুক্রবার সকালে জামায়াতের রাজশাহী মহানগর আমির ড. মাওলানা কেরামত আলী, সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমনসহ অন্য নেতারা মাঠ পরিদর্শন করেন।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের রাজশাহী মহানগর আমির ড. মাওলানা কেরামত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের সমাবেশ তো দূরের কথা, একটি সভা করারও অনুমতি দেয়নি। দীর্ঘ ১৫ বছর পর আমরা এমন সম্মেলন আয়োজন করতে পেরেছি, এতে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এই সম্মেলনে জেলা ও মহানগর থেকে লক্ষাধিক নেতা-কর্মী আসবেন। আমিরে জামায়াত তাঁদের দিকনির্দেশনা দেবেন।’

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল