রাজশাহীর তানোরে মুনজুর রহমান (৪৬) নামে এক ইউপি সদস্য বিষপানে আত্মহত্যা করেছেন। আজ শনিবার বিকেল এ ঘটনা ঘটে। নিহত মুনজুর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য। তিনি দেউলা ডাঙ্গাপাড়া গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছেন, শনিবার সকালে পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করেন মুনজুর। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়ার পথে বিকেল ২টার দিকে তিনি মারা যান।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, পরিবার বা কোথাও থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এই বিষয়ে থানায় একটি অপমৃত্যুর ইইউডি করা হয়েছে।