হোম > সারা দেশ > জয়পুরহাট

খড়ের গাদার মধ্যে মানুষের পা দেখে তুলকালাম কাণ্ড

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

খড়ের গাদার ভেতরে দুই পায়ে দড়ি বাঁধা মানুষের পা দেখে মরদেহ ভেবে জড়ো হন স্থানীয়রা। খবর পেয়ে সেখানে পৌরসভার কাউন্সিলর, পুলিশ ও সাংবাদিকেরা উপস্থিত হয়। ওই খড়ের গাদার আঁটি সরিয়ে দেখা গেল এক ব্যক্তি শুয়ে রয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন। তাঁর এমন কাণ্ডে এলাকায় তুলকালাম শুরু হয়ে যায়।

এক কৃষকের বাড়ির পাশে খড়ের গাদার ভেতরে দুই পায়ে দড়ি বাঁধা মানুষের পা দেখে লাশ ভেবে জড়ো হয় স্থানীয়রা। এরপর খবর পেয়ে সেখানে পৌরসভার কাউন্সিলর, থানা-পুলিশ ও সাংবাদিকেরা উপস্থিত হয়। পরে পুলিশের উপস্থিতিতে ওই খড়ের গাদার আঁটি সরিয়ে দেখা গেল এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি শীত নিবারণের জন্য ওই খড়ের গাদার মধ্যে রাতে শুয়ে ছিলেন।

আজ সোমবার জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার পশ্চিম মানিকপাড়া মহল্লায় এক কৃষকের বাড়িতে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, পশ্চিম মানিকপাড়া মহল্লায় কৃষক আনোয়ার হোসেন ঘুম থেকে উঠে বাড়ি থেকে বের হন। পরে বাড়ির পাশে রাখা খড়ের গাদার আঁটি এলোমেলো দেখে ভাবেন খড় চুরি হয়েছে। পরে তিনি পায়ে দড়ি বাঁধা মানুষের দুটি পা দেখে স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা ভাবেন কেউ হত্যা করে মরদেহ এখানে ফেলে রেখেছেন। এ খবরে ঘটনাস্থলে পুলিশ আসে। পরে খরের আঁটি সরিয়ে দেখেন এক ব্যক্তি শুয়ে রয়েছেন। তখন তিনি নড়ে ওঠেন। 

কৃষক আনোয়ার হোসেন বলেন, খড়ের গাদার দড়ি বাঁধা মানুষের পা দেখে মনে করেছিলাম এখানে লাশ রয়েছে। পরে স্থানীয়রা জড়ো হন। পুলিশ ও প্রশাসন আসে। খড় সরিয়ে দেখা গেল এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে। শীত নিবারণের জন্য রাতে খড়ের গাদার ওপর শুয়ে খড়ের আঁটি দিয়ে নিজের পুরো শরীর ঢেকে রেখেছিলেন তিনি। 

স্থানীয় কাউন্সিলর মেজবাউল সরদার গবু বলেন, সকালে খবর আসে খড়ের পালার মধ্যে লাশ বের হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখি মানুষের দুটি পা দেখা যাচ্ছে। ধারণা করেছিলাম মৃত মানুষের পা। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়। পরে জানা গেল এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি সেখানে শুয়েছিল। সে তাঁর নাম পরিচয় কিছুই বলতে পারছিলেন না। 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘স্থানীয়রা মনে করেছিলেন কেউ মানুষকে মেরে সেখানে ঢেকে রেখেছে। আমরা ওই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে এসেছি। তাঁকে শীতবস্ত্র দেওয়া হয়েছে।’ 

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার