হোম > সারা দেশ > রাজশাহী

ইসি সেজে প্রার্থীর সঙ্গে প্রতারণার চেষ্টা, ঢাকা থেকে গ্রেপ্তার একজন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নির্বাচন কমিশনার (ইসি) সেজে রাজশাহী সিটি নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থীর সঙ্গে প্রতারণার চেষ্টা করা ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ব্যক্তির নাম গিয়াস উদ্দিন। তিনি কক্সবাজারের মহেশখালী থানার পুঁটিবিলা গ্রামের বাসিন্দা। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গতকাল শুক্রবার রাতে ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

আজ শনিবার দুপুরে আরএমপি কমিশনার আনিসুর রহমান তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। তিনি জানান, গত ৮ জুন নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর প্রার্থী ও আসন্ন রাজশাহী সিটি নির্বাচনের প্রার্থী আরমান আলীকে হোয়াটসঅ্যাপে ফোন করেন গিয়াস। তিনি নিজেকে ইসি ব্রিগেডিয়ার (অব.) মো. আহসান হাবিব খান বলে পরিচয় দেন। 

গিয়াসের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ইসি আহসানের ছবিও ব্যবহার করা ছিল। তিনি কাউন্সিলর প্রার্থী আরমানের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করেন। তাঁর কথামতো কাজ না করলে নির্বাচনের ফল পাল্টে দিয়ে তাঁকে পরাজিত করার ভয় দেখান। আরমান প্রতারণার চেষ্টার বিষয়টি বুঝতে পেরে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন। 

এ ছাড়া কাউন্সিলর প্রার্থী আরমান ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফা ওই দিন নগরীর বোয়ালিয়া থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ প্রতারক চক্রকে গ্রেপ্তারে দেশের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। কিন্তু গ্রেপ্তার এড়াতে গিয়াস নিজের অবস্থান পরিবর্তন করে যাচ্ছিলেন। অবশেষে তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ কমিশনার আনিসুর রহমান জানান, গ্রেপ্তার গিয়াস সংঘবদ্ধ প্রতারকচক্রের মূল হোতা। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রতারণাসহ বিভিন্ন অপরাধে আগে থেকেই তিনটি মামলা আছে। প্রার্থীর সঙ্গে প্রতারণার চেষ্টায় তাঁর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। তাঁর সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার