হোম > সারা দেশ > রাজশাহী

রাবির হলে শিক্ষার্থীকে মারধর, বহিষ্কারসহ ৩ শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ

রাবি, প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আব্দুল লতিফ হলে মধ্যরাতে আবাসিক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় এক ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার ও অবৈধভাবে হলে থেকে বিশৃঙ্খলার অভিযোগে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ দুজনকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান। 

গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঘটনা পর্যবেক্ষণের জন্য তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নবাব আব্দুল লতিফ হলের গৃহশিক্ষক ড. হামিদুল ইসলামকে আহ্বায়ক এবং ড. অনিক কৃষ্ণ কর্মকার ও ড. আব্দুল কাদেরকে সদস্য হিসেবে রাখা হয়েছে। 

সভা সূত্রে জানা যায়, নবাব আব্দুল লতিফ হলের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাথমিক তথ্যের ভিত্তিতে আবাসিক ছাত্র ও ছাত্রলীগের কর্মী তাসকীফ আল তৌহিদকে হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হোসেনের শিক্ষাজীবন সম্পন্ন এবং পারভেজ হাসান জয় বঙ্গবন্ধু হলের নিবন্ধিত ছাত্র হওয়ায় তাঁদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধভাবে অবস্থান করে হলে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 

এ বিষয়ে প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে একজনকে সাময়িক বহিষ্কার এবং দুজনকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দুজন এই হলের বৈধ ছাত্র না হওয়ার পরও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে উপযুক্ত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে উপযুক্ত কারণ দর্শাতে না পারলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের তথ্য-প্রমাণ সাপেক্ষে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। 

এর আগে গতকাল শুক্রবার মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ২৪৮ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী মুন্নাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম ও তাঁর অনুসারী ছাত্রলীগের কর্মী পারভেজ ও তৌহিদের বিরুদ্ধে। 

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার