গোদাগাড়ী (রাজশাহী): গোদাগাড়ী উপজেলায় কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে গোদাগাড়ী পৌর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটকরা হলেন-পৌরসভার সারাংপুর এলাকার রানা (২৪) ও আমিন (২২) বাগানপাড়া মহল্লার মো. ছানা (২৮), লালবাগের সুমন (২৫) এবং তৌফিক (২০)।
গোদাগাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, পৌর এলাকায় কিশোররা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে।
ওসি জানান, আটক পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাঁদের আদালতেও পাঠানো হয়েছে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এমন অভিযান চলবে বলেও জানান ওসি।