হোম > সারা দেশ > রাজশাহী

কোদালের আঘাতে স্কুলশিক্ষক নিহত, চাচাতো ভাই গ্রেপ্তার

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নিহত ব্যক্তির নাম জিল্লুর রহমান (৫০)। তিনি উপজেলার চাঁদপুর গ্রামের মোজাহার আলীর ছেলে ও নওগাঁর আত্রাই উপজেলার থল ওলমা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গ্রেপ্তার আহাদ আলী ওই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ও জিল্লুর রহমানের চাচাতো ভাই।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে খাজুরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের জিল্লুর রহমানের সঙ্গে আপন চাচাতো ভাই আবেদ আলী, হামেদ ও সামাদের জমি নিয়ে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এ সময় স্কুলশিক্ষক জিল্লুর রহমান চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে মাথায় গুরুতর জখম হন। পরে নাটোর সদর হাসপাতালে অবস্থার অবনতি হলে শুক্রবার বিকেলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আজ শনিবার সকালে তিনি মারা যান। 

এ বিষয়ে নলডাঙ্গা থানার ওসি মনোরুজ্জামান বলেন, এ ঘটনায় নিহত জিল্লুর রহমানের ভাই খোরশেদ হোসেন বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় একজনকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি