হোম > সারা দেশ > রাজশাহী

কোদালের আঘাতে স্কুলশিক্ষক নিহত, চাচাতো ভাই গ্রেপ্তার

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নিহত ব্যক্তির নাম জিল্লুর রহমান (৫০)। তিনি উপজেলার চাঁদপুর গ্রামের মোজাহার আলীর ছেলে ও নওগাঁর আত্রাই উপজেলার থল ওলমা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গ্রেপ্তার আহাদ আলী ওই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ও জিল্লুর রহমানের চাচাতো ভাই।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে খাজুরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের জিল্লুর রহমানের সঙ্গে আপন চাচাতো ভাই আবেদ আলী, হামেদ ও সামাদের জমি নিয়ে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এ সময় স্কুলশিক্ষক জিল্লুর রহমান চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে মাথায় গুরুতর জখম হন। পরে নাটোর সদর হাসপাতালে অবস্থার অবনতি হলে শুক্রবার বিকেলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আজ শনিবার সকালে তিনি মারা যান। 

এ বিষয়ে নলডাঙ্গা থানার ওসি মনোরুজ্জামান বলেন, এ ঘটনায় নিহত জিল্লুর রহমানের ভাই খোরশেদ হোসেন বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় একজনকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান