হোম > সারা দেশ > রাজশাহী

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন। ছবি: আজকের পত্রিকা

সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা অস্ত্র দেশের সার্বিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকড়িপাড়া এলাকার রঘুনাথপুর সীমান্ত এলাকা পরিদর্শন ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কামাল হোসেন বলেন, অস্ত্র চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যে পথেই অবৈধ অস্ত্র দেশে প্রবেশ করুক না কেন, তা জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করে।

সেক্টর কমান্ডার আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনকালে সীমান্ত সুরক্ষার পাশাপাশি একটি সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি দায়িত্ব পালন করবে।

সীমান্তে গরু চোরাচালান ও তথাকথিত ‘বর্ডার কিলিং’ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে কর্নেল সৈয়দ কামাল বলেন, বিএসএফ হত্যার কৌশল পরিবর্তন করেছে—এমন কোনো তথ্য বিজিবির কাছে নেই। তবে সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে বিজিবি টহল জোরদার করেছে এবং সীমান্ত এলাকাবাসীকে ভারতের ভেতরে প্রবেশ না করার বিষয়ে সচেতন করা হচ্ছে।

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল