হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ীতে ‘৫ গ্রাম হেরোইনসহ’ ইউপি চেয়ারম্যানের বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় হেরোইনসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানের বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাঁর নাম মজিবর রহমান (৬০)। তিনি গোদাগাড়ীর মাটিকাটা ইউপির চেয়ারম্যান সোহেল রানার বাবা।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মাটিকাটা গ্রামে বাড়ির সামনে থেকে মজিবর রহমানকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।

পুলিশ কর্মকর্তা সনাতন চক্রবর্তী জানান, মজিবর রহমানকে তাঁর বাড়ির সামনে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে পাঁচ গ্রাম হেরোইন পাওয়া যায়। তাই তাঁকে আটক করা হয়। পরে রাতে তাঁর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা করে পুলিশ।

উল্লেখ্য, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে এবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সোহেল রানা। তাঁর বিরুদ্ধেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় রাজশাহীর শীর্ষ ১০ মাদক মাফিয়ার একজন সোহেল রানা। এক দশক আগেও তিনি পরিবহন শ্রমিক হিসেবে কাজ করতেন। এখন তিনি অঢেল সম্পদের মালিক।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর