হোম > সারা দেশ > রাজশাহী

পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে একটি সরকারি পুকুর সংস্কারের নামে রাত মাটি কেটে বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের ঝামুটপুর চাঁন্দাইর দারুল উলুম দ্বি-মুখী দাখিল মাদ্রাসা চত্বরে এ অভিযান পরিচালনা করা হয়।

জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মো. সোহেল। তাঁর বাড়ি বগুড়ার বনানী এলাকায়।

অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথি।

আজ শনিবার দুপুরে তিনি আজকের পত্রিকাকে বলেন, উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের ঝামুটপুর চাঁন্দাইর দারুল উলুম দ্বি-মুখী দাখিল মাদ্রাসার অধীনে থাকা ২৭ বিঘা আয়তনের সরকারি খাস পুকুর সংস্কার করার কথা। কিন্তু পুকুরটি সংস্কারের নামে মো. সোহেল নামের একজন রাতে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে পুকুরের মাটি খনন করে অন্যত্র বিক্রি করছিলেন।

স্থানীয় সূত্রে এমন খবর পেয়ে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সেখান উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এরপর উপজেলার ঝামুটপুর চাঁন্দাইর দারুল উলুম দ্বি-মুখী দাখিল মাদ্রাসা চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এ সময় সোহেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময়ে ঘটনাস্থল থেকে খনন যন্ত্রের ব্যাটারি খুলে নেওয়া হয় এবং দুটি ট্রাক্টর জব্দ করে থানায় নিয়ে আসা হয়। আর এ কাজের সঙ্গে সম্পৃক্ত আরও ছয়জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

চাঁন্দাইর দারুল উলুম দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হাফিজুর রহমান বলেন, ‘অনুমতি সাপেক্ষে চাঁন্দাইর পুকুরটি পুনঃসংস্কার করে পাড় বাঁধাই করার কথা। এ জন্য এস্কেভেটর মালিককে দায়িত্ব দেওয়া হয়। শর্ত দেওয়া হয় দিনের বেলায় মাটি খনন করতে হবে। রাতে মাদ্রাসার পুকুর খনন করা যাবে না। কিন্তু তাঁরা সে কথা মানেননি। আর রাতে পুকুর সংস্কার করার বিষয়টি আমার জানাও ছিল না। ভ্রাম্যমাণ আদালত জরিমানা করার পরে এ বিষয়টি জানলাম।’

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কালাই থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) ওসমান গণি, আব্দুল জব্বারসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার