হোম > সারা দেশ > রাজশাহী

পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে একটি সরকারি পুকুর সংস্কারের নামে রাত মাটি কেটে বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের ঝামুটপুর চাঁন্দাইর দারুল উলুম দ্বি-মুখী দাখিল মাদ্রাসা চত্বরে এ অভিযান পরিচালনা করা হয়।

জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মো. সোহেল। তাঁর বাড়ি বগুড়ার বনানী এলাকায়।

অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথি।

আজ শনিবার দুপুরে তিনি আজকের পত্রিকাকে বলেন, উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের ঝামুটপুর চাঁন্দাইর দারুল উলুম দ্বি-মুখী দাখিল মাদ্রাসার অধীনে থাকা ২৭ বিঘা আয়তনের সরকারি খাস পুকুর সংস্কার করার কথা। কিন্তু পুকুরটি সংস্কারের নামে মো. সোহেল নামের একজন রাতে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে পুকুরের মাটি খনন করে অন্যত্র বিক্রি করছিলেন।

স্থানীয় সূত্রে এমন খবর পেয়ে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সেখান উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এরপর উপজেলার ঝামুটপুর চাঁন্দাইর দারুল উলুম দ্বি-মুখী দাখিল মাদ্রাসা চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এ সময় সোহেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময়ে ঘটনাস্থল থেকে খনন যন্ত্রের ব্যাটারি খুলে নেওয়া হয় এবং দুটি ট্রাক্টর জব্দ করে থানায় নিয়ে আসা হয়। আর এ কাজের সঙ্গে সম্পৃক্ত আরও ছয়জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

চাঁন্দাইর দারুল উলুম দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হাফিজুর রহমান বলেন, ‘অনুমতি সাপেক্ষে চাঁন্দাইর পুকুরটি পুনঃসংস্কার করে পাড় বাঁধাই করার কথা। এ জন্য এস্কেভেটর মালিককে দায়িত্ব দেওয়া হয়। শর্ত দেওয়া হয় দিনের বেলায় মাটি খনন করতে হবে। রাতে মাদ্রাসার পুকুর খনন করা যাবে না। কিন্তু তাঁরা সে কথা মানেননি। আর রাতে পুকুর সংস্কার করার বিষয়টি আমার জানাও ছিল না। ভ্রাম্যমাণ আদালত জরিমানা করার পরে এ বিষয়টি জানলাম।’

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কালাই থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) ওসমান গণি, আব্দুল জব্বারসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার