হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ভগ্নিপতির সঙ্গে বেড়াতে গিয়ে স্কুলছাত্রী নিহত

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে ভগ্নিপতির সঙ্গে যমুনা নদী দেখতে গিয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মায়া খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মায়া বগুড়া গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের দয়েরপাড়া গ্রামের আবদুল মালেকের মেয়ে।

সে গাবতলী ওয়েলফেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। মায়ার বাবা মালেক ঢাকায় একটি মেডিকেল কলেজে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে মায়া তার দুলাভাই আবু রায়হানের সঙ্গে মোটরসাইকেলে সারিয়াকান্দি কালীতলা গ্রোয়েন বাঁধ এলাকায় যমুনা নদী দেখতে যায়। বিকেল চারটার দিকে সারিয়াকান্দি-বগুড়া সড়কে গরু মারা সেতুতে সারিয়াকান্দি থেকে ছেড়ে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মায়া গুরুতর আহত হয়। স্থানীয় ফায়ার সার্ভিসের সহযোগিতায় মায়াকে প্রথমে সারিয়াকান্দি উপজেলা কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে মায়া মারা যায়। আহত দুলাভাই আবু রায়হান হাসপাতালে চিকিৎসাধীন। 

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড